Site icon Jamuna Television

নাটকীয় টাই, দুর্দান্ত স্টার্কে সুপার ওভারে রাজস্থান বধ দিল্লির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরের ৩২তম ম্যাচ যেন ঠাসা ছিল ভরপুর নাটকীয়তায়। দিল্লি-রাজস্থানের ম্যাচটি টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। ১২ রানের লক্ষ্যে সহজেই জয়ের বন্দরে নোঙর করে দিল্লি। ম্যাচসেরার পুরস্কার ওঠে সুপার ওভারে দুর্দান্ত বোলিং করা দিল্লির অজি পেসার মিচেল স্টার্কের হাতে।

বুধবার (১৬ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব‍্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৮ রান করে দিল্লি। জবাবে ৪ উইকেটে ১৮৮ রানেই থামে রাজস্থান। ম্যাচের অন্যতম আলোচিত ইস্যু ছিল সন্দীপ শর্মার ১১ বলের ওভার।

আগে ব্যাট করতে নেমে দিল্লির কোনো ব‍্যাটসম‍্যান দেখা পায়নি অর্ধশতকের। সর্বোচ্চ ৪৯ রান আসে অভিষেক পোরেলের ব্যাটে। আক্সার প‍্যাটেল ও স্টাবস খেলেন ৩৪ রানের ঝড়ো দুটি ইনিংস। রাজস্থানের পক্ষে ২টি উইকেট তুলে নেন জোফরা আর্চার।

জবাবে, জোড়া অর্ধশতক আসে জয়সওয়াল ও নিতিশ রানার ব্যাটে। দুজনই খেলেন ৫১ রানের ইনিংস। সঞ্জু স্যামসন-জুরেল-হেটমায়ার মিলেও নিশ্চিত করতে পারেননি জয়।

সুপার ওভারে স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে ১১ রানের পুঁজি পায় রাজস্থান। লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি।

উল্লেখ্য, ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার সাতে রাজস্থান।

/এমএইচআর

Exit mobile version