Site icon Jamuna Television

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে প্রত্যাহার

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে সরিয়ে দেয়া হলো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপিআই) অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে।

বুধবার (১৬ এপ্রিল) উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অধীনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে কারিগরি শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। উপাধ্যক্ষ শাহেলা পারভীন উপাধ্যক্ষই থাকছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে, বুধবার দিনব্যাপী ছয় দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে একযোগে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে অহযোগ আন্দোলনের মাধ্যমে রেল ব্লকেড করার ঘোষণা দেন তারা।

আন্দোলনে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। সেই দাবির প্রেক্ষিতেই এবার সরানো হলো অধ্যক্ষ মোস্তাফিজুরকে।

/এমএইচআর

Exit mobile version