Site icon Jamuna Television

রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের খেলায় ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে তারা। দুই লেগে মিলিয়ে ৫-১ গোলে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি।

প্রথম লেগের ৩-০ গোলের হারের ক্ষত বুকে নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। চেনা আঙিনা বার্নাব্যু আরও একটি কাব্য লেখার অপেক্ষায় ছিল আনচেলত্তি শিষ্যরা। ঘুরে দাঁড়ানোর মিশনে নামলেও ভাগ্য সহায় হয়নি তাদের।

প্রথমার্ধ গোলশুন্যর পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল। খেলার ৬৫ মিনিটে মিকেল মেরিনোর অ্যাসিস্ট থেকে গানারদের ১-০ গোলে এগিয়ে নেন বুকায়ো সাকা। ২ মিনিট পর ভিসিসিয়ুস জুনিয়র দলকে সমতায় ফেরালেও রংহীন খেলা থেকে বের হতে পারেনি গ্যালাক্টিকোরা।

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেলির গোলে ঘরের মাঠে ২-১ গোলের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। ফাইনালে ওঠার লড়াইয়ে ফরাসি ক্লাব পিএসজি’র প্রতিদ্বন্দ্বিতা করবে আর্সেনাল।

/এএইচএম

Exit mobile version