আজ ভোরে ভিডিওবার্তা দেন কারিগরি ছাত্র আন্দোলনের ৬ নেতা
প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে আজ বৈঠকে বসছেন ৬ দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাই সারাদেশে তাদের রেল ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর ৪টার দিকে এক ভিডিওবার্তায় এ কথা জানান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী।
জানা গেছে, আজ সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের।
ভিডিও বার্তায় মাসফিক ইসলাম বলেন, বৈঠকে ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। বৈঠক চলাকালীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মসূচি স্থগিত থাকবে।
জুবায়ের পাটোয়ারী বলেন, তৃতীয় পক্ষ ও বিভিন্ন কুচক্রী মহল আমাদের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে। আপনারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। আমরা সরকারের বিপক্ষে নই, সরকারকে সহযোগিতা করে আন্দোলনকে বাস্তবায়ন করবো।
এর আগে, বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। ঘোষণা অনুযায়ী, আজ সকাল থেকে ঢাকাসহ সারাদেশে রেলপথ ব্লকেড করার কথা ছিল। তবে বৈঠকে বসতে যাওয়ায় এটি শেষ না হওয়া পর্যন্ত রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে।
/এএম/এমএন
Leave a reply