Site icon Jamuna Television

অ্যাথলেট জহির রায়হান আবার নিষিদ্ধ

দেশের অন্যতম সেরা অ্যাথলেট জহির রায়হান আবার নিষিদ্ধ হয়েছেন। ছয় মাসের জন্য তাকে অ্যাথলেটিকসের সব ধরনের কার্যক্রমে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

যদিও বুধবার (১৬ এপ্রিল) রাতে ফেডারেশন থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার পরিবর্তে ‘অব্যাহতি’ শব্দ ব্যবহার করা হয়েছে।

এতে বলা হয়, অ্যাথলেট জহির রায়হানকে আপাতত ছয় মাসের জন্য জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প, জাতীয় ও আন্তর্জাতিক সকল অ্যাথলেটিকস প্রতিযোগিতা, তৎসংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

গণমাধ্যমে মিথ্যা তথ্য দেয়া, ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্পে শৃঙ্খলাভঙ্গসহ শেরপুর থেকে উঠে আসা নৌবাহিনীর এই অ্যাথলেটের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম গণমাধ্যমকে বলেছেন, জহির শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাই তাকে এবার ছয় মাসের নিষেধাজ্ঞার শাস্তি দেয়া হয়েছে।

জহির রায়হান ৪০০ মিটারে দৌড়ে জাতীয় রেকর্ডধারী। ইভেন্টটিতে কয়েক বছর ধরে অপ্রতিদ্বন্দ্বী তিনি। গত বছর এশিয়ান ইনডোরে ৪০০ মিটার দৌড়ে জিতেছেন রুপা। গত মাসে চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের।

এই অ্যাথলেট ২০২১ সাল খেলেছেন টোকিও অলিম্পিকে। সে বছরই নানা কারণে অ্যাথলেট জহির রায়হানকে নিষিদ্ধ করা হয়েছিল।

/এএম/এমএন

Exit mobile version