Site icon Jamuna Television

এবার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো মেঘনা আলমকে

সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেফতার দেখান।

একই মামলায় মেঘনা আলমের সহযোগী দেওয়ান শমীরকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এর আগে, গত ৯ এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে ডিটেনশন আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অপরাধে জড়ালে মামলা দিয়ে গ্রেফতার না করে তাকে কেন ডিটেনশন আইনে গ্রেফতার করা হলো, তা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

গত ১৩ এপ্রিল আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও জানান, মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, সেটা সঠিক হয়নি। তবে মেঘনা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে উল্লেখ করেন তিনি।

এই নিয়ে বিতর্কের মাঝে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে গত ১৩ এপ্রিল সরিয়ে দেয়া হয়।

/এএম/এমএন

Exit mobile version