Site icon Jamuna Television

আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেফতার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, শাহে আলম মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট থেকে থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই মিছিলের নেতৃত্ব দেন শাহে আলম মুরাদ।

/এএম/এমএন

Exit mobile version