Site icon Jamuna Television

দেশের আট বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীতে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি ঝরতে শুরু করে। বৃষ্টিতে খেটে খাওয়া মানুষ অস্বস্তিতে পড়লেও তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলেছে নগরজীবনে। আগের দিন, দুপুর থেকে ঢাকায় শুরু হয় ঝুম বৃষ্টি, যা থেমে থেমে চলছিল সন্ধ্যা পর্যন্ত।

এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় কক্সবাজারে দেশের সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া, রংপুরে ৫৮ মিলিমিটার, নরসিংদীতে ৩৯ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হয়েছে।

এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরে।

/এমএইচআর/এমএন

Exit mobile version