Site icon Jamuna Television

ঐক্যফ্রন্টের ইশতেহার: ১৪ প্রতিশ্রুতিতে যা আছে

রাষ্ট্র পরিচালনায় নির্বাচনে পরাজিতদের মতামত  ও অংশগ্রহণ নিশ্চিত করে দু:শাসনের অবসান ঘটানোর পরিকল্পনা নিয়ে আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল পূর্বাণীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট।

এসময় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন তার বক্তব্যে বলেন, ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলে রাষ্ট্রের মালিকানা শুধুমাত্র নির্বাচনে জেতা দলের নয় বরং নির্বাচনে পরাজিত দলের নেতা কর্মী এবং সমর্থকদেরও থাকবে।

ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে ১৪টি প্রতিশ্রুতিতে যা বলা হয়েছে, তা সংক্ষিপ্ত আকারে দেয়া হলো

১. প্রতিহিংসা জিঘাংসা নয়, জাতীয় ঐক্যই লক্ষ্য

২. নাগরিকদের জীবনের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা

৩. ক্ষমতার ভারসাম্য

৪. ক্ষমতার বিকেন্দ্রীকরণ

৫. দুর্নীতি দমন ও সুশাসন

৬. কর্মসংস্থান ও শিক্ষা

৭. স্বাস্থ্য

৮. জীবন যাত্রার মানোন্নয়ন

৯. বিদ্যৎ ও জ্বালানী

১০. প্রবাসী কল্যাণ

১১. নিরাপদ সড়ক এবং পরিবহন

১২. প্রতিরক্ষা ও পুলিশ

১৩. পররাষ্ট্র নীতি

১৪. জলবায়ু পরিবর্তন

Exit mobile version