Site icon Jamuna Television

গণতন্ত্র সুসংহত ও সংস্কার নিয়ে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)— এমনটা জানিয়েছেন জোটটির রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইইউ উইংয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধার সাথে বৈঠকের পর তিনি এ কথা জনান।

মাইকেল মিলার বলেন, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। আলোচনাটি বেশ ইতিবাচক ছিল।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ইউরোপ সফরের জন্য ইইউ কাজ করছে। এই সফরটি হলে তা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ককে জোরদার করতে ভূমিকা রাখবে।

/আরএইচ

Exit mobile version