Site icon Jamuna Television

ডন থ্রিতে রণবীরের বিপরীতে থাকছে শর্বরী ওয়াঘ

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ডন। আগের দুইবার এতে বলিউড বাদশাহ শাহরুখ খানকে দেখা গেলেও এবার শাহরুখ ভক্তরা কিছুটা হতাশ। কারণ এবার সেখানে জায়গা করে নিয়েছেন রণবীর সিং।

তবে রণবীরের বিপরীতে কে থাকবেন এ নিয়ে ছিল ধোঁয়াশা। প্রথমে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও প্রেগনেন্সির কারণে তিনি আর এতে থাকতে পারেননি। ফলে আবারও সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয় কৌতুহল।

বলিউড পাড়ায় খবর বেরিয়েছে, কিয়ারার পর এবার ডন থ্রিতে দেখা যাবে শর্বরী ওয়াঘকে। শর্বরীর পাশাপাশি আরও এক অভিনেত্রীকে তালিকায় রাখা হয়েছিল, কিন্তু তিনি বাগিয়ে নিয়েছেন চরিত্র।

গতবছর থেকে সময়টা এককথায় দারুণ যাচ্ছে শর্বরীর। শুধু ‘মুনিয়া’র বক্স অফিস সাফল্যই নয়, ছবিতে ‘তরস’ গানে শর্বরীর হট সিজলিং অবতার দর্শকদের মনে ঝড় তুলেছিল ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘মহারাজ’ কিংবা সাম্প্রতিক ছবি ‘বেদা’য় শর্বরীর অভিনয় প্রশংসিত হয়েছে।

/এটিএম

Exit mobile version