Site icon Jamuna Television

অর্থনৈতিক অপরাধীদের বিচারে তদন্ত কমিটি হচ্ছে: রিজওয়ানা হাসান

অর্থনৈতিক অপরাধ যারা করেছে, তাদের বিচারে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

রিজওয়ানা হাসান বলেন, দুটো কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে৷ এর মধ্যে বিচার সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ব্রিটিশ আমলের সিপিসির কিছু সংশোধনও অনুমোদিত হয়েছে। এই অনুমোদনের উদ্দেশ্য অডিটের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ নিশ্চিত করা।

এ উপদেষ্টা আরও জানান, আগে মামলার রায় হলেও জারি মোকদ্দমা করতে হতো। এখন রায়ের মধ্যেই এক্সিকিউশন উল্লেখ করা থাকবে। টেলিফোন, এসএমএস-এর মাধ্যমে সমন জারি হবে।

তিনি আরও বলেছেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন থাকবে। সাধারণ আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা হবে। করপোরেট ও ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনতে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে এটি অনুমোদিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

/এএস/এমএন

Exit mobile version