Site icon Jamuna Television

নির্বাচন আয়োজনে অতিরিক্ত সময় নেয়া যাবে না: জামায়াত আমির

ফাইল ছবি।

সংস্কার ও বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে। তবে কোনোভাবেই অতিরিক্ত সময় নেয়া যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিলে আমাদের কোনও সমস্যা নেই। সংস্কার ছাড়া দেশে কোনও নির্বাচন কাজে আসবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে। নির্বাচন এমনভাবে করতে হবে যাতে প্রশ্নবিদ্ধ না হয়।

লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, শুধুমাত্র খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই বেলজিয়াম থেকে লন্ডন গিয়েছি। তবে সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ইউরোপ সফর প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতেই ব্রাসেলস সফরের উদ্দেশ্য ছিল। সফরে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে।

/আরএইচ

Exit mobile version