Site icon Jamuna Television

গাজায় সব সময় থাকবে ইসরায়েলি সেনা: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

গাজা উপত্যকায় সব সময় ইসরায়েলি সেনা উপস্থিত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার (১৬ এপ্রিল) তিনি এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। 

ইসরায়েল কাটজ বলেন, ‘পূর্বে কখনও গাজায় স্থায়ীভাবে ইসরায়েলি সেনা উপস্থিত ছিল না। তবে এখন থেকে আর এমনটা হবে না। গাজার বাসিন্দারা ইসরায়েলি কমিউনিটির মধ্যে মধ্যবর্তী ভূমিকায় থাকবে সেনারা।  গাজার নিরাপত্তা জোনে এখন থেকে সব সময় লেবানন ও সিরিয়ার মতো ইসরায়েলি সেনারা থাকবে’।

গাজায় অভিযানের কারণে লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি হয়েছে। সেই সাথে ফিলিস্তিনিদের ভোগান্তির বিষয়টি স্বীকার করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তবে তিনি বলেছেন, ‘এখন এই পরিস্থিতির পরিবর্তনের কোনো সম্ভবানা নেই’।

কাটজ আরও বলেন, ইসরায়েলের নীতি স্পষ্ট গাজায় যদি মানবিক ত্রাণ প্রবেশ করে, তাহলে হামাস ফের গাজার জনগণকে নিজেদের অস্ত্র বা টুল হিসেবে ব্যবহার করবে। আমরা তা হতে দিতে পারি না’।

/এআই

Exit mobile version