Site icon Jamuna Television

পাকিস্তানের পাঞ্জাবে গম চাষিদের বিক্ষোভ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অন্যায্য সরকারি ক্রয় মূল্য এবং অকার্যকর কৃষি নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন গম চাষিরা। বুধবার (১৬ এপ্রিল) শেইখুপুরা থেকে ডেরা গাজি খান পর্যন্ত চাষিরা রাস্তায় অবস্থান ধর্মঘট ও মিছিল বের করে, যা শেষে পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। কিসান ইত্তেহাদ-সহ কৃষক সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে সমর্থন জানিয়েছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চাষিরা অভিযোগ করছেন, বর্তমানে গমের বাজারমূল্য প্রতি ৪০ কেজিতে ২,২০০ থেকে ২,৫০০ টাকা (পাকিস্তানি রুপি), যা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম।

সরকারি ক্রয় ব্যবস্থায় দীর্ঘসূত্রতা, দুর্নীতি এবং মূল্য বৈষম্য চাষিদের ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। ইতোমধ্যে, শেইখুপুরা অঞ্চলে গম কাটা শুরু হলেও চাষিরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না, যা তাদের অর্থনৈতিক সংকটে ফেলেছে।

ফসল স্বাস্থ্যসম্মত এবং সময়োপযোগী হলেও কৃষকরা বলছেন, সার, বীজ এবং কীটনাশকের পেছনে প্রচুর ব্যয় করার পরে তাদের কোনো সঞ্চয় নেই।

এদিকে, সরকার গম কিনতে অস্বীকৃতি এবং ন্যায্যমূল্য নির্ধারণে ব্যর্থতার প্রতিবাদে কিসান বোর্ড পাকিস্তানের (কেবিপি) জেলা শাখা জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। কেবিপির জেলা সভাপতি হাজী আহমেদ ইয়ার ওয়ালানার নেতৃত্বে বিক্ষোভকারীরা বলেন, কৃষি উপকরণের দাম বাড়ছে এবং পণ্যের দাম কমছে।

/এআই

Exit mobile version