Site icon Jamuna Television

বিইউবিটিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার ফেয়ার

শিক্ষার্থীদের চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ করে দিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালযয়ের ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস এবং বিডিজবসের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়।

দেশের প্রায় ৪৫টি কোম্পানি এ ক্যারিয়ার ফেয়ারে অংশ নেয়। এই ফেয়ারে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটরা অংশ নেন। এতে শিক্ষার্থীরা সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া জানার সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম শওকত আলী। তিনি বলেন, শুধু শিক্ষার চেয়ে দক্ষতা এবং শুধু সার্টিফিকেটের চেয়ে জ্ঞানের মূল্য অনেক বেশি। এখন শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওপর নির্ভরশীল থাকলে চলবে না। সবাইকেই দক্ষ হতে হবে।

বিডিজবস লিমিটেডের পরিচালক প্রকাশ রায় চৌধুরী বলেন, বাস্তবে কোম্পানিগুলো কী চায়, সেটি বোঝা খুবই জরুরি। এ ধরনের আয়োজন সেসব বিষয়গুলো বুঝতে সহায়তা করে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা জানা অত্যন্ত প্রয়োজনীয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির ব্যবসা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটির প্রতিষ্ঠাতা ও সিইও মো. মনির হোসেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ট্রেজারার প্রফেসর ড. আলী আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/আরএইচ

Exit mobile version