Site icon Jamuna Television

কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজারের চকরিয়ায় সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে চকরিয়া বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া ১নং ওয়ার্ড সাবেক পাড়ার মনোয়ার আলমের ছেলে শহিদুল ইসলাম সোহেল ও একই এলাকার কামাল হোসেনের ছেলে নুরুল্লাহ। এদের মধ্যে শহিদুল সিএনজি চালক ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বানিয়ারছড়া বাজারের অদূরে চট্টগ্রামগামী এসআই পরিবহনের একটি বাসের সাথে কক্সবাজারগামী একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মিসবাহ উদ্দিন।

/আরএইচ

Exit mobile version