৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

|

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের খেলা মাত্র ৫০ টাকায় দেখা যাবে। আগামী রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। আসন্ন ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৫০ টাকা আর সর্বোচ্চ দাম ৫০০ টাকা।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের সামনের কাউন্টারে। রোববার থেকে মধুমতি ব্যাংকের আম্বরখানা ব্রাঞ্চে দেওয়া হবে টিকিট।

শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন ৫০ টাকায়। সর্বোচ্চ ৫০০ টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এছাড়া ক্লাব হাউস ২৫০, ইস্টার্ন গ্যালারির টিকিট (২ নম্বর গেট) পাওয়া যাবে ১৫০ টাকায়।

এর আগে, গত ১৫ এপ্রিল টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছায় জিম্বাবুয়ে দল। পরদিন তারা টেস্ট ম্যাচের ভেন্যু সিলেটে উড়াল দেয়। অন্যদিকে, ১৩ এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনের ৮ ক্রিকেটার নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে পরদিন কোচিং স্টাফ ও বাকি ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেন।

দুই দল সব মিলিয়ে ১৮ টেস্টে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ ৮ ম্যাচে আর জিম্বাবুয়ে ৭টিতে জয় পেয়েছে।

২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) শুরু হবে দ্বিতীয় টেস্ট।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply