Site icon Jamuna Television

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩৮

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুতি নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৮ জন। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন শতাধিক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মারাত্মক এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জ্বালানি বন্দরটির। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইয়েমেনের হোদেইদাহ প্রদেশের উত্তর পশ্চিমে অবস্থিত বন্দরটিতে দফায় দফায় হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। কয়েক দফা বিস্ফোরণের পর আগুন ধরে যায় একাধিক স্থাপনায়।

এক এক্স বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর মধ্যে একটি রাস ইসা। যেটিকে সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের সংবেদনশীল অর্থনৈতিক স্থাপনা হিসেবেও ধরা হয়ে থাকে।

/এএম

Exit mobile version