Site icon Jamuna Television

হেরেও কনফারেন্স লিগের সেমিফাইনালে চেলসি

উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের দ্বিতীয় লেগের কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের ক্লাব লেগিয়া ওয়ারশ’র কাছে ২-১ গোলে হেরেছে চেলসি। তবে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় শেষ চার নিশ্চিত করেছে দ্য ব্লুজ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি থেকে ওয়ারশকে লিড এনে দেন চেক ফরোয়ার্ড টমাস পেখার্ট। তবে কুকুরেল্লার গোলে সমতায় ফেরে চেলসি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে স্টিভ কাপুয়াদির গোলে আবারও লিড নেয় অতিথিরা। ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল চেলসি। ননি মাদুয়েকের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ফিরে আসে। টাইরিক জর্জের শেষ দিকের একটি গোল বাতিল হয় অফসাইডে।

শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ারশ।

আগামী ১ মে সুইডেনের ক্লাব ডুগার্ডেনের বিপক্ষে সেমিফাইনালের অ্যাওয়ে ম্যাচে নামবে খেলবে চেলসি। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ৯ মে।

/এমএইচআর

Exit mobile version