বিখ্যাত ইতালিয়ান পর্যটন শহর নেপলসে ক্যাবল কার দুর্ঘটনায় প্রাণ গেলো চারজনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। নিহতদের সবাই পর্যটক। খবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অঞ্চলটিতে অবস্থিত মাউন্ট ফাইটোর চূড়ার কাছে অবস্থান করার সময় হঠাৎ করেই ক্যাবল কারটির একটি তার ছিঁড়ে যায়। আনুমানিক এক হাজার মিটার নিচে মাটিতে আছড়ে পড়ে ক্যাবল কারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় ব্যাহত হয় উদ্ধারকাজ। অভিযানে অংশ নেন অর্ধশতাধিক উদ্ধারকর্মী। এসময় উপরে ঝুলন্ত অবস্থায় আরেকটি ক্যাবল কার থেকে উদ্ধার করা হয় আরও ১৬ পর্যটককে।
প্রসঙ্গত, মনোরম পরিবেশ উপভোগ করতে নেপলসের পাহাড়ি ঐ অঞ্চলটিতে ভ্রমণ করে থাকেন দেশ-বিদেশের পর্যটকরা।
/এএম
Leave a reply