Site icon Jamuna Television

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা এলাকায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে শামীম টোকেন নামে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। টোকেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য।

বিএনপি নেতা শামীম টোকেন সাংবাদিকদের বলেন, আমি ঘুমাচ্ছিলাম। মাঝরাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বাড়িতে এসে গেটে ধাক্কা দিয়ে খুলতে বলে। আমি গেট না খুললে তারা বেশ কয়েক রাউন্ড গুলি করে বকাবকি করতে থাকে। এর কিছুক্ষণ পর দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

টোকেন আরও বলেন, বিএনপি করার কারণে এর আগে চারবার আমার বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে আমি চরমভাবে নির্যাতিত। এই ঘটনা যারা ঘটাতে পারে এমন কয়েকজনকে সন্দেহ করছি। পুলিশকে তথ্য দিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

ওসি মেহেদী হাসান বলেন, দুর্বৃত্তরা ৫ রাউন্ড গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে ১টি তাজা গুলি ও ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতির পর ওই এলাকায় বিভিন্ন পক্ষের মধ্যে রাজনৈতিক জটিলতা রয়েছে। সব কিছু মাথায় রেখে তদন্ত চলছে।

/এটিএম

Exit mobile version