Site icon Jamuna Television

কক্সবাজার-মহেশখালী নৌরুটে সী-ট্রাকের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন

কক্সবাজার-মহেশখালী নৌ রুটে প্রথমবারের মতো সী ট্রাক চালু হতে যাচ্ছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে মহেশখালীর উদ্দেশ্যে পরীক্ষামূলক যাত্রা শুরু করে সী ট্রাকটি।

যাত্রা শুরুর প্রায় ৩৫ মিনিট পর সী ট্রাকটি মহেশখালী জেটিতে পৌঁছায়। এ সময় স্থানীয়দের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

স্থানীয়রা বলেন, এই রুটে স্পিডবোটে যাতায়াতের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে সী ট্রাক চালুর বিকল্প ছিল না। এটি চালুর ফলে মহেশখালীর মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে। এ সময় সী ট্রাকটিকে দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে উল্লেখ করেন তারা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের দাবি (বিআইডব্লিউটিএ), গত ১৫ বছর ধরে একটি সিন্ডিকেটের বাধায় এই রুটে সী-ট্রাক চালু করা যায়নি।

বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর) একেএম আরিফ উদ্দিন বলেন, পরীক্ষামূলক চলাচলে এই রুটটিকে সী ট্রাক চলাচলের উপযোগী মনে হয়েছে। বিষয়টি নিয়ে দ্রুতই ঢাকায় জরুরি মিটিং বসবে।

প্রসঙ্গত, আগামী ২৫ এপ্রিল নৌ-পরিবহন উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই রুটে সী-ট্রাক চলাচল শুরুর কথা রয়েছে।

/আরএইচ

Exit mobile version