Site icon Jamuna Television

হাউজফুল ‘বরবাদ’, এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘দাগি’

আগামী ২৫শে এপ্রিল শিহাব শাহিন পরিচালিত ও আফরান নিশো অভিনীত সিনেমা ‘দাগি’ একযোগে মুক্তি পাচ্ছে নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার মোট ১৫টি শহরে। বায়োস্কোপ ফিল্মস-এর ব্যানারে এটি পরিবেশিত হতে যাচ্ছে, যা প্রতিষ্ঠানটির ৪৯তম পরিবেশনা।

‘দাগি’ অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ১২ এপ্রিল। মুক্তির পর থেকেই সিডনির প্রতিটি শো হাউসফুল। ‘দাগি’র আবেগঘন মুহূর্তগুলো মন ছুঁয়ে গেছে প্রবাসী বাংলাদেশি দর্শকদের। এমনটাই দেখা গেছে, সিনেমা শেষে চোখের পানি গড়িয়ে পড়েছে দর্শকের।

দর্শকের মতে, আবেগ আর পারিবারিক বন্ধনে ভরপুর ছবিটির বড় শক্তি শিল্পীদের অভিনয় এবং চিত্রনাট্য, দারুণ সব সংলাপ। মনে হয়েছে চরিত্রগুলো খুব চেনা, কাছের কেউ। যে কারণে চরিত্রের আবেগে মনের অজান্তেই চোখে পানি চলে আসে।

এছাড়া বৃহস্পতিবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রসহ নিউইয়র্কে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ এর ফার্স্ট শো দিয়ে সিনেমার্ট সিনেমাসে মুক্তি পায় ‘বরবাদ’। মুক্তির পর প্রায় সবগুলো শো হাউজফুল দেখা গেছে।

সেখানে ‘বরবাদ’ সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে এসকে ফিল্মস ইউএসএ। সিনেমাটির মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিবেশনায় নেমেছে শাকিব খানের মালিকানাধীন এই প্রতিষ্ঠান। ১৯ এপ্রিল কানাডাতেও মুক্তি পাবে সিনেমাটি।

জানা যায়, প্রথম সপ্তাহে তুলনায় দ্বিতীয় সপ্তাহে আরও বেশি থিয়েটার পাবে ‘বরবাদ’। যুক্তরাষ্ট্রের বাঙালি বসবাসকারী এলাকায় বরবাদ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

/এটিএম

Exit mobile version