বরগুনায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ২

|

বরগুনা করেসপনডেন্ট:

বরগুনার তালতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার লাউপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নুরুল ইসলাম ও পারভেজ। পরে তাদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। স্থানীয়রা বলছেন, আহত নুরুল ইসলামের সন্তানরা গ্রামে থাকে না। এই সুযোগে তার জমি দখলের জন্য বারবার হামলার ঘটনা ঘটছে।

ভুক্তভোগী নুরুল ইসলামের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি চক্র তার মাছের ঘের দখল করতে সক্রিয়। শুক্রবার সকালে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর সংঘবদ্ধ হামলা করা হয়। হামলায় নেতৃত্ব দেন সেন্টু খা, ইউনুস মোল্লা, হানিফ মোল্লা, মজিত মোল্লা, নজরুল মোল্লা, সোহেল, জুয়েল, হাসান ও সোবাহান। এ সময় তাকে রক্ষা করতে এলে স্থানীয় যুবক পারভেজও হামলার শিকার হন।

তিনি আরও অভিযোগ করেন, আদালতের রায় ও একাধিকবার মিমাংসা হওয়ার পরও স্থানীয় মোমিন, মাসুম বিল্লা ও সেন্টু গংরা তার জমি দখলের চেষ্টা করছে। হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply