চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

|

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) হবিগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় এসব দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জের মাধবপুরেই ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেছে ৪ জনের। ভোরে হবিগঞ্জের বাখরনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পিকআপটি মুন্সিগঞ্জ থেকে হবিগঞ্জে যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ আরোহী নবীগঞ্জের মোস্তাকিমা আক্তার, আয়েশা বেগম, হাফিজুর রহমান ও হেলপার মুন্সিগঞ্জের রহিম মিয়া। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি জব্দ করেছে পুলিশ।

ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারীসহ ২ যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে একটি দ্রুতগতির মাইক্রোবাস নন্দিবাড়ি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত দু’জন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় দিবাগত রাতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। এ ছাড়াও উপজেলার ব্রহ্ম-কপালিয়া এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত হয়েছেন ২ জন।

অপরদিকে, চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেছে ভ্যানের দুই আরোহীর। ভোরে, সদর উপজেলার নয়মাইল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply