Site icon Jamuna Television

আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিশু, সম্পাদক পলক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে পৌরশহরস্থ প্রেসক্লাব কার্যালয়ে মূল ধারার সাংবাদিকদের এক সভায় এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সভায় সকল সাংবাদিকদের সম্মতিক্রমে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশুকে সভাপতি, জি টিভির প্রতিনিধি জুনাইদ হোসেন পলককে সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার সংবাদদাতা মো. রাসেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটিতে নাগরিক টিভির প্রতিনিধি জুটন বনিককে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি করা হয়েছে মুহাম্মদ রাকিুল ইসলাম (দৈনিক সংগ্রাম) ও নুরুন্নবী ভুইয়াকে (নয়াদিগন্ত ও এশিয়ান টিভি)। এ ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. ময়নাল হক ভুইয়া (ইনকিলাব), সহ-সাধারণ সম্পাদক শামীম আহমেদ (মানবকন্ঠ), অর্থ সম্পাদক জহিরুল ইসলাম সাগর (চ্যানেল এস), দপ্তার সম্পাদক মোশারফ হোসেন (মোহনা টিভি), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শেখ মনির হোসেন নিজাম (দৈনিক ঢাকা) ও প্রচার সম্পাদক হয়েছেন মো. ইসমাইল হোসেন (দৈনিক জনবানী)।

কমিটির কার্যকরী সদস্য হয়েছেন মো. মানিক মিয়া (সংবাদ), বিশ্বজিৎ পাল বাবু (কালের কন্ঠ), আনিছুর রহমান (আলোকিত সকাল), সফিকুল ইসলাম খান (দেশবার্তা) এবং আশীষ সাহা (দেশকাল)।

/এএস

Exit mobile version