চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকার হিজরা খালে পড়ে ৬ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটির নাম সেহরিস। শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৪ সদস্যের ডুবুরি দল ও সিটি করোপোরেশনের সেবকরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মা ও দাদী রিকশাযোগে যাওয়ার সময় অসাবধানতাবশত রিকশাটি খালে পরে যায়। পরে স্থানীয়রা দ্রুত রিকশাচালককে টেনে তুলেন। কিছুটা ভেসে যাওয়ার পর ব্রিজের নিচে দুটি পাইপের সাথে আটকা পরেন শিশুটির মা ও দাদী। পরে ব্রিজের উপরের স্ল্যাব খুলে তাদের দুইজনকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও শিশুটির খোঁজ মেলেনি।
ঘটনাস্থল পরিদর্শন করে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মর্মান্তিক এই ঘটনার খবর পেয়েই তিনি দ্রুত এখানে এসেছেন। সিটি করপোরেশনের সেবকেরা উদ্ধার কার্যক্রমে চালাচ্ছেন। ময়লা থাকায় উদ্ধার তৎপরতায় কিছুটা বেগ পেতে হচ্ছে। খাল থেকে ময়লা সরানোর কাজ চলছে বলেও জানান তিনি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, শিশুটি উদ্ধারের ৪ সদস্যের ডুবুরি দল কাজ করছে। এখনও পর্যন্ত শিশুটির হদিস মিলেনি। শিশুটিকে উদ্ধারে শেষ পর্যন্ত কাজ করে যাবে ফায়ার সার্ভিস।
/এএস
Leave a reply