আনচেলত্তি অধ্যায়ের পর রিয়ালের ডাগআউটে কে?

|

২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও চলতি মৌসুম শেষে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়বেন কার্লো আনচলোত্তি— অনেক দিন ধরেই চলছিল এমন আলোচনা। তবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে ধরাসায়ি হয়ে রিয়ালের চাকরিটা আগের চুক্তির মেয়াদ পর্যন্তও থাকছে না আনচেলোত্তির, এটি এখন ওপেন সিক্রেটে। স্কাই স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী ক্লাব বিশ্বকাপ নয়, কোপা দেল রে’র ফাইনালের পরই নতুন কোচ চায় রিয়াল।

এখন প্রশ্ন উঠছে রিয়ালের নতুন কোচ হচ্ছে কে? গত মৌসুমের পর থেকেই একাধিক স্প্যানিশ গণমাধ্যম বলছে রিয়াল ও স্পেনের সাবেক মিডফিল্ডার ও জার্মান ক্লাব বেয়ার লেভারকুজেনের বর্তমান কোচ জাবি আলোনসোকে আনচেলোত্তির উত্তরসূরী হিসেবে বিবেচনা করছে লস ব্লাঙ্কোসরা। জাবির সাথে লেভারকুজেনের চুক্তি ২০২৬ সাল র্পযন্ত।

অপরদিকে, জার্মান দৈনিক বিল্ড বলছে চুক্তি শেষ হবার আগেই রিয়ালের ডাক এলে বাইআউট ক্লজের ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে ছাড়া হবে এমন মৌখিক চুক্তি রয়েছে আলোনসো ও লেভারকুজেনের মধ্যে। তাইতো রিয়াল চাইলেই প্রিয় ক্লাবে ফিরবেন জাবি। এখন পর্যন্ত রিয়ালের কোচ হবার রেসে সবচেয়ে এগিয়ে তিনিই।

তবে এবারের মৌসুমে বার্সেলোনার জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের আক্রমনাত্বক ফুটবল নাকি বদলে দিয়েছে রিয়ালের পরিকল্পনা। ফ্লিকের বার্সাকে টেক্কা দিতে আরেক জার্মান মাস্টার ট্যাকটিশিয়ানকে কোচ হিসেবে এখন পেতে চায় লস ব্ল্যাঙ্কোসরা। আর তিনি হলেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। অল রেডদের চাকরি ছাড়ার পর এই বছরটা ছুটি কাটিয়ে আগামী মৌসুমে আবারও ডাগআউটে ফিরতে প্রস্তুত এই জার্মান।

ইউরোপের শীর্ষ গণমাধ্যমগুলো বলছে রিয়ালের সাথে আলোচনায় রাজি হয়েছেন ক্লপ। দুইয়ে দুইয়ে চার মিলে গেলে রিয়াল ডাগআউট দেখা যেতে পারে মাস্টার ট্যাকটিশিয়ান ক্লপকে।

তবে শেষ পর্যন্ত ক্লপ নাকি জাবি, কে পাবেন লস ব্লাঙ্কোসদের হট সিটের দায়িত্ব, জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply