আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানের বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিক পেসার ও দলের অধিনায়ক ফাতিমা সানার দুর্দান্ত এক স্পেলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। ২১ রানে ৩ উইকেটে হারিয়ে ফেলা বাংলাদেশের হাল ধরেন রিতু মনি। তবে অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থাকতেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
শনিবার (১৯ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় টাইগ্রেসরা। ওপেনিংয়ে ধারাবাহিক ব্যর্থতায় এদিন বাংলাদেশ তৃতীয় পরিবর্তন আনে। ওপেনিংয়ে ফারজানা হকের সঙ্গী হন দিলারা আক্তার। তাতেও পরিবর্তন আসেনি। তৃতীয় ওভারে ফাতিমা সানার বলে আউট হন ফারজানা। বাংলাদেশের স্কোর তখন ১০ রান। ৭ বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি।
আরেক ওপেনার দিলারা ভালো শুরু করলেও টিকতে পারেননি। ১৪ বলে ১৩ রান করে সাদিয়া ইকবালের বলে বোল্ড হয়েছেন দিলারা। বাংলাদেশের স্কোর তখন ১৯ রান। প্রথম তিন ম্যাচে রানের বন্যা বইয়ে দেয়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন। দলীয় ২১ রানের সময় ফাতিমা সানার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ৬ বলে ১ রান করেছেন টাইগ্রেস অধিনায়ক।
ধুঁকতে থাকা দলের হাল ধরেন রিতু মনি। ব্যক্তিগত ৪৮ রানে সাজঘরের পথ ধরেন তিনি। বাকি ব্যাটারদের মধ্যে শারমিন আক্তার ২৪ ও নাহিদা আক্তার করেন ১৯। জ্যোতির মতোই হাসেনি স্বর্ণার ব্যাট।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪১ রান।
/এমএইচআর
Leave a reply