Site icon Jamuna Television

৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, মুখোমুখি স্বরাষ্ট্র উপদেষ্টার

রাজধানীর তুরাগ থানায় এক প্রবীণ ব্যক্তির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর আলাপচারিতা নিয়ে তৈরি হওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়মিত পরিদর্শনে তুরাগ থানায় গেছেন। আচমকা সেই বৃদ্ধের সঙ্গে তার দেখা হয়। এ সময় উপদেষ্টা সেই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করেন, তিনি কেন থানায় কেন এসেছেন। উত্তরে বৃদ্ধ জানান, স্ত্রীর করা মামলায় তিনি সেখানে গিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে টঙ্গীর তুরাগ থানায় এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে জানতে চান আপনি কয়টি বিয়ে করেছেন, তখন ওই ব্যক্তি বলেন চারটি। এই উত্তর শুনে উপদেষ্টাসহ উপস্থিত সবাই হাসাহাসি শুরু করে দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ওই প্রবীণ ব্যক্তির কাছে জানতে চান, স্ত্রী কিসের মামলা করেছেন? বৃদ্ধ লোকটি বলেন, নারী নির্যাতনের মামলা।

বৃদ্ধ ব্যক্তি জানান, তার প্রথম দুই স্ত্রী মারা যান। এরপর যে নারীকে বিয়ে করেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরে আবার বিয়ে করেন। এখন যিনি মামলা করেছেন, তিনি আগের সেই স্ত্রী। মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোকে মিথ্যা বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি ঢাকার বিভিন্ন থানায় নিয়মিত পরিদর্শন করছেন এবং জনগণের কথা সরাসরি শুনছেন।

/এটিএম 

Exit mobile version