ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন সরকারকে রীতিমতো হুমকি দিলেন পাকিস্তান পিপলস পাার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। শনিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
তিনি জানিয়েছেন, বিতর্কিত খাল প্রকল্প প্রত্যাহার বা আলোচনা করতে অস্বীকৃতি জানানোর কারণে তার দল আর ফেডারেল সরকারকে সমর্থন করতে পারবে না।
খাল প্রকল্পের বিরুদ্ধে হায়দ্রাবাদের হাত্রি বাইপাসে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার জোট শরিকদের কথা শুনছে না এবং নতুন খাল নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহারও করছে না।
পিপিপি চেয়ারম্যান বলেন, বেনজির ভুট্টো যখন বিতর্কিত বাঁধের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, তখন মুলতান ও খাইবার পাখতুনখোয়াসহ পাকিস্তানজুড়ে শ্রমিকরা প্রতিবাদ করেছিলেন। সবসময়ের মতো ইসলামাবাদের লোকেরা এবারও অন্ধ ও বধির। তবে নীতিগতভাবে আমরা এর বিরোধিতা করছি, কারণ আমার ফেডারেশন ঝুঁকির মধ্যে রয়েছে।
বিলাওয়াল বলেন, যদি আজ শেহবাজ শরিফ প্রধানমন্ত্রী হন, তাহলে তার হায়দ্রাবাদের জনগণকে ধন্যবাদ জানানো উচিত। কিন্তু যেহেতু তিনি তা করছেন না, তাই পিপিপি তাদের মন্ত্রিত্ব প্রত্যাখ্যান করবে।
তিনি এ সময় আরও বলেন, ইসলামাবাদ থেকে এ ধরনের প্রকল্প চাপিয়ে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এখনও সিদ্ধান্ত থেকে সরতে রাজি নন এবং আমরাও পিছু হটতে প্রস্তুত নই।
/এআই/এমএন
Leave a reply