Site icon Jamuna Television

হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরির অভিযোগ

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাসের এক শিশু চুরির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত চক্রদের ধরতে তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, তিন দিন আগে অসুস্থ দুই বছরের ছোট মেয়েকে নিয়ে জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু আজ দুপুর সাড়ে ১২টার দিকে বড় মেয়েকে খাবার খাওয়াচ্ছিলেন মা সুমি আক্তার। এ সময় গোলাপি রঙের বোরকা পরা এক নারী ওই শিশুকে কোলে তুলে নেয়। আদর করার কথা বলে হাসপাতালের বারান্দায় নিয়ে যায়। মুহূর্তেই মায়ের চোখ ফাঁকি দিয়ে শিশুটিকে নিয়ে সটকে পড়ে সে। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে খবর দেয়া হয় থানা পুলিশকে।

হাসপাতালের বাইরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৬ মাসের শিশুকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল ছেড়ে যাচ্ছে এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।

চুরি হওয়া শিশুকে উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও তারা দাবি করেছেন।

শিশুটির মা সুমি আক্তার বলেন, সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে বুঝতে পারিনি। চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি সন্তান ফেরত চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরই মধ্যে পুলিশের একাধিক দল কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এই চক্রে যারা জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

/এসআইএন/এমএন

Exit mobile version