Site icon Jamuna Television

রাতে বিয়ে, সকালেই মর্নিং ওয়াকে ষাটোর্ধ্ব বিজেপি নেতা দিলীপ

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:

ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি ও দলটির পরিচিত মুখ দিলীপ ঘোষ শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিয়ে করেছেন দলীয় সহকর্মী রিঙ্কু মজুমদারকে। এরপরই শনিবার (১৯ এপ্রিল) সকালে নিউটাউন ইকোপার্কে মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ। শুধু তাই নয়, মর্নিং ওয়াকারদের সাথে কেক কেটে জন্মদিনও পালন করেন তিনি। আজ ৬১ বছরে পা দিলেন দিলীপ।

তিনি বলেন, রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ হয়েছিল। তিনি পুরনো পার্টি কর্মী। ২০১২ সালে, রাজনীতিতে তিনি এসেছেন। তবে, আমি এসেছি ২০১৫ সালে। বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে, আর সেটা পরিস্থিতির কারণে। সেটা হয়েও গেলো যথা সময়ে। অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলেই মনে হয় বিয়ে হবে। তবে, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে যখন হবার তখনই হবে।

জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, দুদিন ছুটি নিয়ে গতকাল পরশু বাড়িতেই ছিলাম। মানুষের সঙ্গে দেখা করেছি কথা বলেছি। আজ জন্মদিন দুপুর পর্যন্ত হয়ে যাবে। লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে আর আমি খোলা মাঠে করি। আর লোকেরা রাতের বেলা কেক কাটে; আমি ভোরের বেলা কেক কাটলাম।

২০২১–এ দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কুর পরিচয় হয়। এরপর ২০২৫–এ বিয়ে। রিঙ্কুর বাড়ি কলকাতার সল্টলেকের নিউটাউনেই। আর দিলীপ ঘোষের আসল বাড়ি ঝাড়গ্রামে থাকলেও তিনি এখন থাকেন কলকাতার সল্টলেকের নিউটাউন আবাসিক এলাকায়।

উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের দীক্ষা নেয়া দিলীপ ঘোষ সংগঠনের রীতি মেনে বিয়ে করেননি এতদিন। তবে, অবশেষে বিয়ে সম্পন্ন করেন এই নেতা।

/এআই

Exit mobile version