ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংঘের ত্রিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ ফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন।
এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু, অনুষ্ঠান সম্পাদক, এম এ সালাম সুমন, আইন ও কল্যাণ সম্পাদক, সূচনা সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুকুল সিরাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, আর এ রাহুল, অর্থ সম্পাদক নুরে আলম নয়ন ও দফতর সম্পাদক তানভীর মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইমরান হাসো, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, সৈয়দ শিপুল, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।
জয়ের পর প্রতিক্রিয়ায় নতুন সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। সবাইকে সঙ্গে নিয়ে সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করব। অভিনয় শিল্পী সংঘ সরকার থেকে এক খণ্ড জমি পেয়েছিল। সেটা নিয়ে সম্প্রতি একটু জটিলতার সৃষ্টি হয়েছে। শপথ নেয়ার পর জমি ফিরিয়ে আনার চেষ্টা করবো।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য ভোটগ্রহণ হয়েছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।
/এএস
Leave a reply