Site icon Jamuna Television

সিলেট টেস্ট: জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ এরভিন (অধিনায়ক), বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলস, শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নায়ুচি।

উল্লেখ্য, দু’দলের ১৮ বারের দেখায় ৮ বার জয় পেয়েছে টাইগাররা। ৭টি ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে।

/এমএইচআর

Exit mobile version