Site icon Jamuna Television

ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননে নিষিদ্ধ হলো ‘স্নো হোয়াইট’

মুক্তি পেয়েছে হলিউড চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’। গেল ২১ মার্চ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেলেও তা পাবে না লেবাননে। কারণ দেশটিতে এরইমধ্যে নিষিদ্ধ করা হয়েছে চলচ্চিত্রটি।

কারণ হিসেবে রয়েছে চলচ্চিত্রটিতে রয়েছেন এক ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সরাসরি সিনেমাটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। সিনেমায় গ্যাল গ্যাদতের উপস্থিতির কারণেই লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা সিনেমাটি নিষিদ্ধ করার সুপারিশ করেছে।

ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা ও রাজনৈতিক প্রেক্ষাপটে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

লেবানিজ এক চলচিত্র সংস্থা জানায়, বেশ আগে থেকেই ইসরায়েলি হিসেবে নিষিদ্ধের তালিকায় রয়েছেন গ্যাদত। ফলে তার অভিনীত কোনো সিনেমায় দেশটিতে মুক্তি পায়নি।

/এটিএম

Exit mobile version