২৭ মিলিয়ন মানুষের আস্থায় যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল

|

বিশ্বায়নের প্রভাব ও প্রযুক্তির মেলবন্ধন পৃথিবীর সব সেক্টরেই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সাংবাদিকতা কিংবা সংবাদমাধ্যমও এর ব্যতিক্রম নয়। বোকাবাক্সের সরাসরি স্ট্রিমিং দর্শকরা মিস করে ফেললে আধুনিক ডিভাইসে তা দেখে নিতে পারেন সহজেই। জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে যমুনা টেলিভিশনের অফিসিয়াল চ্যানেল এখন ২৭ মিলিয়ন মানুষের আস্থার জায়গা।

রোববার (২০ এপ্রিল) ইউটিউবে ২ কোটি ৭০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করে যমুনা টেলিভিশন।

২০১৭ সালের ১১ ডিসেম্বর যাত্রা শুরু করে যমুনা টিভি (Jamuna TV) নামের ইউটিউব চ্যানেলটি। বস্তুনিষ্ঠ ও বৈচিত্র্যময় কন্টেন্টের মাধ্যমে দ্রুততম সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করে এটি। যাত্রার ৮ মাসের মাথায় স্পর্শ করে ১ লাখের মাইলফলক।

পরের বছরই সেটি দশগুণ বৃদ্ধি পায়, ২০১৯ সালের ৩০ মে ১০ লাখ বা মিলিয়ন ক্লাবে প্রবেশ করে যমুনা টেলিভিশন। তারপরের গল্প তো কেবল এগিয়ে যাওয়ার। মিলিয়ন একককের বাম পাশের সংখ্যাটা ক্রমশ বেড়েছেই। মিলিয়নের হবার সুবাদে ‘গোল্ড প্লে’ বাটন দেয় ইউটিউব। দর্শকের আস্থা ও ভালোবাসাও বাড়তে থাকে সমানুপাতিক হারে।

২০২২ সালের ৪ মার্চ কোটি সাবস্ক্রাইবারের এলিট ক্লাবে পৌঁছে যমুনার ইউটিউব চ্যানেল। ঠিক আড়াই বছরের মাথায় গত ৪ ডিসেম্বর আড়াই কোটি সাবস্ক্রাইবারের ক্লাবে প্রবেশ করে চ্যানেলটি। পরের চার মাসে যুক্ত হলো আরও ২ মিলিয়ন, গল্পটা এখন ২৭ মিলিয়নের।

এমএইচআর/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply