Site icon Jamuna Television

রক্ত দিয়ে নব্য ফ্যাসিবাদ রুখে দেয়ার আহ্বান জি এম কাদেরের

ছবি: সংগৃহীত

দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রোববার (২০ এপ্রিল) দুপুরে বনানীতে জাতীয় পার্টির বর্ধিত সভায় তিনি এমন মন্তব্য করেন।

এ সময় রক্ত দিয়ে নব্য ফ্যাসিবাদ রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যেখানে বাধা আসবে সেখানেই রুখে দিতে হবে। প্রয়োজনে জীবন দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মিডিয়া হাউজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে নব্য ফ্যাসিবাদ দখল করছে, চাঁদাবাজি করছে।

/এএস

Exit mobile version