Site icon Jamuna Television

ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ

ইসরায়েলি বন্দির নতুন একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ভিডিওতে দেখা যায়, বন্দি এলকানা বোহবোটকে দেখা যাচ্ছে পরিবারের উদ্দেশে আবেগঘন বার্তা দিতে। রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভিডিও প্রকাশের পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন।

এদিকে, হামাস জানায়, গাজায় যুদ্ধ বন্ধের বিনিময়ে তারা অবশিষ্ট বন্দিদের একবারে মুক্তি দিতে ইচ্ছুক। গাজায় এখনো পায় ৫৯ জন জিম্মি রয়েছে। তাদের মধ্যে প্রায় ২৪ জন এখনো জীবিত বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওতে দেখা যায় বোহবোট বলছেন, ‘আমার জন্য তোমরা যা পারো করো। তিনি রাষ্ট্র সরকার সবার কাছেই সাহায্যের আবেদন জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমার শরীর ভালো নেই। আমি ভয় পাচ্ছি—মরে যাব কি না জানি না।’ ভিডিওটি একটি ‘মক টেলিফোন কল’-এর মতো উপস্থাপন করা হয়েছে, যাতে বোহবোট তার পরিবারকে স্বপ্নে দেখা এবং ঘরে ফেরার আকাঙ্ক্ষার কথা জানান। 

/এআই

Exit mobile version