চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বেসরকারি অথবা বিদেশি মালিকানায় ছেড়ে না দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মহানগর জামায়াত।
রোববার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মহানগর জামায়াতের আমির শাহাজান চৌধুরী।
তিনি বলেন, বিদেশি বা বেসরকারি মালিকানায় এনসিটি পরিচালিত হলে দেশের সার্বভৌমত্বের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষও কর্তৃত্ব হারাবে। এতে মুনাফা দেশের বাইরে চলে যাবে, যা মেনে নেয়া যায় না।
এ সময় এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানান জামায়াতের এ নেতা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
/এএইচএম
Leave a reply