Site icon Jamuna Television

আসামির পোশাক পরে ‘দাগি’ দেখলো নিশো ভক্তরা

সুপারস্টার শাকিব খানের বরবাদ এর পরেই দর্শক দেখছে আফরান নিশোর ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমাটি মুক্তির ২০ দিনেও দেশের সিনেপ্লেক্সগুলোতে দর্শক ধরে রেখেছে।

নতুন খবর হচ্ছে, ‘দাগি’ দেখতে স্লোগান দিতে দিতে নিশোর ভক্তরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখল। শনিবার বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে প্রায় শতাধিক নিশো ভক্ত ‘দাগি’ সিনেমা দেখেন।

এর আগে ‘দাগি’ সিনেমার ব্যানার হাতে ‘নিশানের ফাঁসি চাই’ স্লোগানে র‍্যালি নিয়ে এসকেএস টাওয়ারে প্রবেশ করেন ভক্তরা। তাদের পরনে ছিল ‘দাগি’ সিনেমার ৭৮৬ লেখা পোশাক।

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আফরান নিশো বাংলাদেশের অন্যতম বড় তারকা। তার জন্য ভক্তদের উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ভাক্তদের আয়োজনটা এমন হবে সেটা আমরা ভাবিনি। গতকালই আমরা বিষয়টি জানতে পেরেছি। ফলে তাদের উৎসাহ দিতে আমাদের ‘দাগি’ সিনেমার অনেকেই তাদের সঙ্গে যুক্ত হয়েছে। সবার জন্য আমার শুভকামনা।

/এটিএম

Exit mobile version