Site icon Jamuna Television

সিলেট টেস্ট: বাংলাদেশকে চাপে রেখেই দিনটা নিজেদের করে নিলেন জিম্বাবুয়ে

নাজমুল হোসেন শান্তর দলকে যেন শেখালেন, কীভাবে ব্যাটিং করতে হয়। যে উইকেটে ব্রায়ান বেনেট ও বেন কারেনের জুটি বিনা উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেন, সেই উইকেটেই টাইগারদের হালদিশা অবস্থা—মাত্র ৬১ ওভারেই গুটিয়ে যায় পুরো ইনিংস।

প্রথম দিন শেষে ১২৪ রানে পিছিয়ে থাকলেও, হাতে ১০ উইকেট নিয়ে জিম্বাবুয়েই এখন চালকের আসনে।

ম্যাচের দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। হঠাৎই নিয়াউচির বলে বেনেটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। এই ওপেনারের ব্যাট থেকে আসে ১২ রান। উইকেটে থিতু হতে পারেননি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। নিয়াউচির শিকার হয়ে তিনিও ফেরেন ১৪ রানে।

এরপর জুটি বেঁধে শুরুর ধাক্কা সামাল দেন শান্ত ও মুমিনুল। ৪০ রান করা শান্তকে ফিরিয়ে ৬৬ রানের জুটি ভাঙেন মুজারাবানি। মুশফিকও ফেরেন ৪ রান করে, আর ফিফটি তুলে সাজঘরের পথ ধরেন মুমিনুল হক। দাঁড়াতে পারেননি মিরাজ ও তাইজুলও। মুজারাবানির তৃতীয় শিকার হন ১৯ রান করা হাসান মাহমুদ।

মাত্র ৬১ ওভারেই ১৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সমান ৩টি করে উইকেট নিয়েছেন মুজারাবানি ও মাসাকাদজা।

/এসআইএন

Exit mobile version