Site icon Jamuna Television

আওয়ামী লীগের প্রশংসা করলেন সিইসি, ১১ প্রস্তাব উত্থাপন

নির্বাচন কমিশনের সাথে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনসহ ১১টি প্রস্তাব তুলে ধরেছে আওয়ামী লীগ। এসময়, আওয়ামী লীগের ভূয়সী প্রশংসা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন। দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। রোহিঙ্গা সমস্যার কূটনৈতিক সমাধান অর্জনের মাধ্যমে তিনি বিশ্ব মাতৃকার আসনে সমাসীন হয়েছেন।

সকালে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে বসে ইসির সাথে। বুধবার বেলা এগারোটার দিকে এই সংলাপ শুরু হয়। শেষ হয় দেড়টার দিকে। সংলাপে, সব দল চাইলে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে নতুন বিধি, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নসহ ১১ দফা প্রস্তাবনা আওয়ামী লীগের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি জানান, বিএনপি’র সাথে সংলাপে সিইসি জিয়াউর রহমানের প্রশংসা কেনো করেছিলেন সে ব্যাখ্যা দিয়েছেন। তবে ব্যাখ্যায় কী বলেছেন, তা জানাননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version