Site icon Jamuna Television

নির্বাচন বিলম্বিত হলে দেশে সংকট তৈরি হবে: নুর

ফাইল ছবি

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশে সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

রোববার (২০ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে বসানোর প্রবণতা দেখা যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই হতে হবে নির্বাচন। এছাড়াও তার মতে, নির্বাচন পেছালে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ।

/এসআইএন

Exit mobile version