Site icon Jamuna Television

ওবায়দুল কাদেরের কথিত ‘ভাগ্নে’ আটক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথিত ভাগ্নে সন্দেহে আলী হায়দার রতন নামে একজনকে রমনা থানায় হস্তান্তর করেছে ছাত্র-জনতা।

রোববার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে থেকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তার পরিচয় কী, তা যাচাই-বাছাইয়ের পরই জানানো হবে বিস্তারিত।

এদিকে, আটকের খবর শুনে রাতেই থানায় জড়ো হন রতনের বেশ কয়েকজন বন্ধু-স্বজন। তাদের অভিযোগ, মব তৈরি করে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরর ভাগ্নে পরিচয়ে তাকে আটক করা হয়েছে। যা সত্যি নয়।

/এটিএম

Exit mobile version