Site icon Jamuna Television

ওয়ার্নারের রেকর্ড ভেঙে শীর্ষে কোহলি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ ফিফটির নতুন রেকর্ড গড়লেন ভিরাট কোহলি। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারকে।

রোববার (২০ এপ্রিলা) মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল ক্যারিয়ারের ৬৭তম ফিফটি হাঁকিয়েছেন ভিরাট।

আইপিএলের ইতিহাসে এতদিন ৬৬টি ফিফটি নিয়ে শীর্ষে ছিলেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। তিনি ৬২টি ফিফটি আর ৪টি সেঞ্চুরি হাঁকান। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি।

ভিরাটের রেকর্ড গড়ার ম্যাচে বেঙ্গালুরুকে ১৫৮ রানের টার্গেট দেয়া পাঞ্জাব। জবাবে ৭ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে আরসিবি। অপরাজিত ৭৩ রান আসে কোহলির ব্যাটে।

এই জয়ে পাঞ্জাবকে টপকে টেবিলের তিনে উঠে এসেছে বেঙ্গালুরু। আসরে পাঁচ জয়ের প্রত্যেকটিই এসেছে প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে খেলা তিন ম্যাচেই হেরেছে আরসিবি।

উল্লেখ্য, ওয়ার্নার ও ভিরাটের পর সর্বোচ্চ ফিফটির তালিকায় থাকা শীর্ষ পাঁচের পরের নামগুলো যথাক্রমে শিখর ধাওয়ান (৫৩), রোহিত শর্মা (৪৫) ও লোকেশ রাহুল (৪৩)।

/এমএইচআর

Exit mobile version