Site icon Jamuna Television

সিলেট টেস্ট: নাহিদ রানার জোড়া আঘাত, দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের

সিলেট টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে তছনছ করে অল্প রানেই বেঁধে ফেলে মুজারাবানি-মাসাকাদজারা। দিনশেষে, নিজেরা ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৬৭ রান। দ্বিতীয় দিনের শুরুতেই অবশ্য ভালোর আভাস দিচ্ছে বাংলাদেশের পেসাররা। নাহিদ রানার জোড়া আঘাতের পাশাপাশি উইকেট পেয়েছেন হাসান মাহমুদও।

বিনা উইকেটে ৬৭ রান— এই সমীকরণ নিয়ে দ্বিতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। আগের দিনের অপরাজিত দুই ব্যাটারকে ইনিংস বড় করতে দেননি নাহিদ। ব্যক্তিগত ১৮ রানে নাহিদের বলে মুমিনুলের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন বেন কারান।

আরেক ব্যাটার বেনেটকেও প্যাভিলিয়নের পথ দেখান এই পেসার। ব্যক্তিগত ৫৭ রানে জাকের আলির ক্যাচে পরিণত হয়ে ক্রিজ ছাড়েন বেনেট।

নিক ওয়েলসের ব্যাট হাসেনি এদিন। মাত্র ২ রান করেই হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ক্রিজে আছেন উইলিয়ামস ও এরভিন।

/এমএইচআর

Exit mobile version