Site icon Jamuna Television

ইয়েমেনে মার্কিন বাহিনীর হামলা, নিহত ১২ 

ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইউএস বাহিনী। সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকালে মার্কিন বাহিনীর হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হুথিরা সানার শুব জেলার ফারওয়া পাড়ার বাজারে এই হামলা চালায়। এই এলাকাটি আগেও মর্কিন হামলার  লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এছাড়া  সোমবার রাতভর দেশটির অন্যান্য অঞ্চলেও হামলা চালানো হয়েছে। কয়েক সপ্তাহ আগে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগর রুটে জাহাজ চলাচলে হুতিদের হুমকি বন্ধ করতেই এ হামলা। গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার পর ঘটনার পর  এই হামলা চালানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের তীব্র হামলাতেও পিছু হটতে রাজি নয় হুথি যোদ্ধারা। ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরাইলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

/এআই

Exit mobile version