ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক

|

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দল। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় দলটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে আসেন৷

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানগণ উপস্থিত ছিলেন৷

বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য বাংলাদেশ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা। পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণ যাতে বুঝতে পারে তাদের অধিকার সুরক্ষিত আছে।

কমিশনে গুরুত্বপূর্ণ মতামত দেবার জন্য দলটির প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply